রংপুরের পীরগাছায় বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জন আটক করেছে পুলিশ। গত শনিবার ওই বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর রাতে বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় পীরগাছা থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে আলী আকবর।
জানা গেছে, রংপুর-পাওটানা সড়কের সাতদরগা মুন্সিপাড়া গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে রাবেয়া বেগম (৬৫) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। ঘটনার পর ওই রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাড়ির কাজের মিস্ত্রীসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটকদের মধ্যে নিহত রাবেয়া বেগমের দুই ভাতিজা রয়েছে। তারা হলেন নিহতের ভাই আবু তাহেরর ছেলে আবদুল কাদের (৩৮) ও আবদুস সালাম (২৫)।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, নিহতের ছেলে আলী আকবর বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সন্দেহভাজত আটক ব্যক্তিরা পুলিশি হেফজতে রয়েছে।