পীরগাছায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। গত শনিবার রাতে তাকে পীরগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গতকাল রোববার সকালে স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ পুলিশ। গ্রেফতার সাহেব আলী উপজেলা বিএনপি’র সদস্য ও পারুল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক। তিনি পারুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
জানা গেছে, ১২ আগস্ট রাতে রংপুরের পীরগাছা উপজেলার গুঞ্জন খাঁ (হাউদারপাড়) গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হাজেরা বেগম (৩৮)কে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী সাহেব আলী। ওই দিন রাতেই স্ত্রী হাজেরা রেগম মারা যান। ঘটনার পর র্যাব-১৩ ছায়া তদন্ত করে মিঠাপুকুর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অভিযুক্ত সাহেব আলী (৫০) কে গ্রেফতার করে। গত শনিবার এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাকে থানা পুলিশে হস্তান্তর করে র্যাব। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেব আলী পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা এবং অন্যত্র পরকীয়াার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আল আমিন সরকার।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, নিহতের ভাই ফজর আলী বাদী হয়ে সাহেব আলী ও তার ছোট ভাই মানিক মিয়াকে আসামি করে মামলা করেছে। যার মামলা নং-১৫। ওই মামলায় গ্রেফতারকৃত সাহেব আলীকে গতকাল রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।