এক কোটি টাকার চেক ডিজ অনারের মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি বর্তমান বিএনপি নেতা শওকত চৌধুরী গ্রেফতার হয়েছেন। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কাছে এক কোটি টাকা ধার নিয়ে পরিশোধ না করায় নীলফামরী জেলার সৈয়দপুর থানার পুলিশ শনিবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি ও রাঙ্গার সমন্বয়কারি প্রতিনিধি।
মশিউর রহমান রাঙ্গার সমন্বয়কারি প্রতিনিধি মমিনুর রহমান জানান, ২০২০ সালের প্রথম দিকে মশিউর রহমান রাঙ্গা লোন একাউন্ট থেকে এক কোটি টাকা ধার দেন শওকত চৌধুরীকে। পরবর্তিতে শওকত চৌধুরী গত বছরের ২ ডিসেম্বর সৈয়দপুর রুপালি ব্যাংক শাখার ১ কোটি টাকার চেক প্রদান করেন। ওই চেক রংপুরের মার্কেন্টাইল ব্যাংকে জমা দিলে চেকটি ডিজ অনার হয়। পরবর্তিতে টাকা শোধ করার জন্য উকিল নোটিশ করা হয়। উকিল নোটিশের জবাব না দিলে রাঙ্গার সমন্বয়কারি প্রতিনিধি মমিনুর রহমানকে মামলা করার জন্য গত বছরের ২৪ ডিসেম্বর পাওয়ার অব এটর্নি প্রদান করেন রাঙ্গা। পাওয়ার অব এটর্নি পাওয়ার পরে মমিনুর রহমান চলতি বছরের জানুয়ারি মাসে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলা করেন । মামলায় অনুপস্থিত থাকায় আদালত শওকত চৌধুরীর নামে ওয়ারেন্ট ইস্যু করেন। ওয়ারেন্টে কপি সৈয়দপুর থানায় গেলে সেখানকার পুলিশ শনিবার শওকত চৌধুররীকে ঢাকা থেকে গ্রেফতার করেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চত করে জানান, শওকত চৌধুরীর স্থায়ী ঠিকানা সৈয়দপুরে হওয়ায় আদালত ওয়ারেন্ট তামিলের জন্য সৈয়দপুর থানায় পাঠায়। সৈয়দপুর থানা পুলিশ ওয়ারেন্ট মূলে শওকত চৌধুরীকে গ্রেফতার করেছেন। তাকে রংপুরের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য শওকত চৌধুরী সৈয়দপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তিতে দল বদল করে জাতীয় পার্টির ব্যানারে এমপি নির্বাচিত হন। পরে তিনি পুনরায় বিএনপিতে ফিরে যান।
।