নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে রোববার সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান তাদের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারন করেন। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) নবিউল হাসান, ওসি তদন্ত পলাশ মন্ডল ও বীর মুক্তিযোদ্ধারা। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে দোয়া মাহফিল ও ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি জহুরুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, লিটন চৌধুরী, রাইটার প্রধান, আবুল কালাম আজাদ খোকা, আবদুল হাকিম, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম নুরু, ছাত্রলীগ সভাপতি ফজলুল করিম সাজু ও সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। শেষে দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
অনুরুপ কর্মসূচি পালন করে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সকল সরকারী-বেসরকারী অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।