নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগমগঞ্জে জাতীয় শোক দিবশ পালিত হয়েছে। সকালে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১ টায় বেগমগঞ্জ কালচারাল একাডেমিতে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ মামুনুর রশিদ কিরন এম পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, আবিদা সুলতানা উর্মি, বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার প্রমুখ।