আলোচনা সভা দোয়া মাহফিল,সাংস্কৃতিক ,চিত্রাংকন প্রতিযোগীতার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে নোয়াখালীর সেনবাগে বঙ্গবন্ধু ৪৬তম শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষিকী পালন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো।
এউপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পন করে। শেষে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক,চিত্রাংকন ও ভাষন প্রতিযোগীতায় অংগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার সভাপতিতেত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার,ভাইস চেয়ারম্যান গোলাম কবির,সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সাইফুদ্দিন শাহাজাদা,মিজানুর রহমান মিঠু,ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান প্রমুখ।