১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ন্যাশন্যাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবিকা পারভীন হক সিকদার এমপি’র উদ্যোগে রোববার বেলা ১১ টায় ন্যাশন্যাল ব্যাংক শরীয়তপুর শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ন্যাশন্যাল ব্যাংক শরীয়তপুর শাখায় ব্যাবস্থাপক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান (জন), শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবব্দুর রাজ্জাক সরদার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম, পালং উত্তর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম বেপারী, এমপি পারভিন হক সিকদারের প্রতিনিধি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সজল সিকদার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান সহ শরীয়তপুরে কর্মরত সাংবাদিকগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাদের সন্তান, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নানান শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি আবদুর রাজ্জাক।
এসময় বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও ন্যাশনাল ব্যাংকের সদ্য প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের রুহের মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পারভীন হক সিকদার এমপি’র দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়।