রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে বলপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক শামীম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত শামীম মিয়া পীরগঞ্জ উপজেলার টুকনীপাড়া গ্রামের মৃত এ টি এম সাদেকের ছেলে। সে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। শামীম এলাকায় প্রভাবশালী হওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। প্রাণের ভয়ে ঘটনার কয়েকদিন পর থানায় অভিযোগ করেন ওই নারী। অভিযোগে প্রকাশ, অভিযুক্ত কলেজ শিক্ষক শামীম মিয়া উপজেলার কাবিলপুর মানাষি এলাকায় পুকুরে গড়ে তোলা মৎস্য খামারের পাশেই একটি ঘর নির্মাণ করে সেখানেই বসবাস ও পাহারার দায়িত্ব দেয় স্থানীয় শাহীন নামের এক যুবককে। ওই ঘরে স্ত্রীসহ মাঝে মধ্যেই বসবাসের সুবাদে লম্পট শামীম মিয়া সাম্প্রতিক ওই শাহীনের স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৪ আগস্ট বিকেলে স্বামী ঘরে না থাকার সুযোগে শামীম মিয়া তার ঘরে ঢুকে বলপুর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পুকুরপাড় থেকে কর্মরত স্বামী ছুটে এসে শামীম মিয়াকে হাতে নাতে ধরে ফেলে। এ ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় শামীম। বিষয়টি এলাকায় জানাজানি হলে শামীম মিয়া ওই নারীকে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে শামীম মিয়াকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। ডি সার্কেল কামরুজ্জমান ও ওসি সরেস চন্দ্র অকুস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে এস আই নুর আলমের সাথে কথা হলে তিনি বলেন আমি ঘটনাস্থলে গিয়াছিলাম। ওসি স্যারের সাথে কথা না বলে এ বিষয়ে কোন মন্তব্য দিতে পারবো না। ওসি সরেস চন্দ্র বলেন-এ ব্যাপারে সু-স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশের কাছে কেউই মুখ খুলছে না।