জয়পুরহাটের ক্ষেতলালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও রাজনৈকিত সংগঠন।
আজ ১৫ আগস্ট (রোববার ) জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ৬টায় সূর্যদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ। সকাল ৯টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তারই সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল থানার ওসি, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ মোল্লাা, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পাঁচ ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর সহ উপজেলার সকল প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাদ যোহর উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।