চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুর পাড়া রাস্তার মাথা এলাকায় মানবিক উন্নয়ন কেন্দ্র প্রদক্ষেপের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীলিপ কান্তি সুশীলের সভাপতিত্বে আলোচনা সভা ও ফলজ,বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম চৌধুরী,অডিট প্রধান মোহাম্মদ শামীম হোসেন,হাজী সোলাইমান,কৃষ্ণ চক্রবর্তী,আবদুল কাদের,নুর হোসেন,সামছুল আলম,রাজু বড়-য়া প্রমুখ। পরে অতিথিরা দুই শতাধিক বিভিন্ন ফলজ,বনজ ,ঔষধী গাছের চারা বিতরণ করেন।