জামালপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি।জেলা প্রশাসনের কর্মকর্তা, জামালপুর প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ড, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। অপরদিকে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে বকুলতলাস্থ্য দলীয় কার্য্যালয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জামালপুর পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু তিনি জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে দিনভর হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড (৩৫বিজিবি) জামালপুর ব্যাটালিয়ন পক্ষ থেকে অসহায় গরীর দুঃখি মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৫বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মুনতাসির মামুন। তিনি বলেন, স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ দেশব্যাপি গরীব ও দুঃস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে জামালপুর পৌর এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশ ও জামালপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা পুলিশ। পরে পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ ফিতা কেটে বঙ্গবন্ধু আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।