মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা আওমীামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। পুস্পমাল্য আর্পন শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন কাঙালি ভোজ ও দোওয়া মহফিলের আয়োজন করেছে।