ভৈরবে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গ সকল সরকারি আদাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠন ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
রোববার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গ-বন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন আওয়ামী লীগ মুক্তিযোদ্বা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ ইফতেখার হোসেন বেণু,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহকারি কমিশনার ( ভ’মি) মোঃ জুলহাস হোসেন সৌরভ,ভৈরব থানার ওসি মোঃ শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ,সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনাসহ শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।