রংপুরের গঙ্গাচড়ায় উজানের পাহাড়ি ঢলে ফের বাড়ি বেড়েছে তিস্তা অববাহিকায়। পানির তীব্র স্রোতে তিস্তা নদীর ডানতীর রক্ষা বাঁধের ব্লক-পিচিং ধসে গেছে। এতে হুমকির ভাঙনের মুখে ডানতীর রক্ষা বাঁধসহ মাদরাসা, পোস্ট অফিস ও শতাধিক ঘর-বাড়ি।
শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে শুক্রবার রাতে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ায় তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের মার্জিনাল ডাইকের প্রায় ৫০ মিটার ব্লক-পিচিং ধসে যায়।
পানি উন্নয়ন বোর্ড বলছে, গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। শুক্রবার সকাল ১০টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) ছিল। ব্যারেজ রক্ষায় ৪৪ গেট খুলে দেয়া হয়েছে।
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় গঙ্গাচড়ায় তিস্তা নদী অববাহিকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ায় তিস্তা নদীর ডানতীর রক্ষা বাঁধ ভাঙন ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে বাঁধের মার্জিনাল ডাইকের প্রায় ৫০ মিটার ব্লক-পিচিং ধসে নদী গর্ভে চলে গেছে। পানির তীব্র স্রোতে বিনবিনা চর থেকে লালমনিরহাটের তুষভান্ডার যাওয়া সড়কের প্রায় ৪০ মিটার ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা সাউদপাড়ায় ও বিনবিনা-তুষভান্ডার সড়কে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে। ভাঙন ঠেকাতে সহস্রাধিক জিও ব্যাগ ফেলানোর প্রস্তুতি রয়েছে তাদের। ইতোমধ্যে বিকেল পর্যন্ত সাড়ে তিনশ ব্যাগ ফেলানো হয়েছে। ভাঙনের ভয়ে নদী তীরবর্তী অনেক পরিবার নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয়ের খোঁজে ঠাঁই নিয়েছেন। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে মাদরাসাসহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘরবাড়ি বিলীন হবার আশঙ্কা করছেন তারা।
সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদরাসার সহকারী শিক্ষক আসাদুল হক আনসারী জানান, শুক্রবার রাতে ডানতীর রক্ষা বাঁধের মার্জিনাল ডাউকের ব্লক-পিচিং এর প্রায় ৫০ মিটার ধসে যায়। এ ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভাঙন ঝুঁকিতে রয়েছে।
একই ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাকিম জানান, পানির তীব্র স্রোতে ব্লক-পিচিং ধসে গেছে। এতে ভাঙন আতঙ্কে সারারাত জেগে বসে সময় পার করেছেন। দ্রুত ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ না নিলে অন্তত শতাধিক পরিবারের ঘরবাড়ি বিলীন হবার সম্ভাবনা রয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদরাসা, সাউদপাড়া পোস্ট অফিস।
এব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শহিদুর রহমান জানান, ভাঙন ঠেকাতে এক হাজার জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩শ ব্যাগ ধসে যাওয়া ব্লক-পিচিং এলাকায় ফেলা হয়েছে। বিনবিনা-তুষভান্ডার সড়কেও জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকিগুলো ফেলা সম্ভব হলে ভাঙন ঠেকানো যাবে।
তিনি আরও জানান, দেশের প্রধান নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া তিস্তা, ধরলাসহ উত্তরাঞ্চলের অন্যান্য সীমান্তবর্তী নদীর পানি দ্রুত বাড়তে পারে। কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।