বিধিনিষেধ তুলে নেওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কমিটির ৪৪তম অনলাইন সভা শেষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ‘লকডাউন’ তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানানো হয়।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধের বেশিরভাগই ১১ অগাস্ট থেকে তুলে নেওয়া হয়েছে।