আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানোর পর বাংলাদেশের কিছু মানুষ ‘ঘর ছেড়েছে’ বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, “এখন পৃথিবী সাইবার নির্ভরশীল। এই মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা তাদের সব ধরনের তৎপরতা চালাচ্ছে, কর্মী সংগ্রহ করছে।”
তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে আফগানিস্তানে পৌঁছার চেষ্টা করছে, কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, “জঙ্গিদের বিষয়ে বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। কঠোর নজরদারি রয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।
“জঙ্গিদের ক্ষেত্রে ১৫ অগাস্ট খুবই গুরুত্বপূর্ণ। এদিক বিবেচনা করে তারা সব ধরনের চেষ্টা করবে। আমরা মনে করি না, তাদের যে গ্রুপটি ধাপে ধাপে উন্নতি ঘটিয়েছে, তাদের পুরো গ্যাংটা ধরা পড়ে গেছে।”