ঝিনাইদহ কালীগঞ্জে ত্বীন এখন চাষীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ ত্বীন ফল বাজারে বিক্রি হচ্ছে না বলে তারা হতাশ হয়ে পড়েছে। প্রতি গাছে ব্যাপক হারে ফল ধোরলে ও বিক্রি না হবার কারনে প্রতিটি গাছেই নষ্ট হচ্ছে। ত্বীন ফলের চাষীরা এখন চরম হতাশায় ভুগছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বানিজ্যিক ভিত্তিতে ত্বীন ফলের চাষ করেছেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান লিটন। ত্বীন চাষ করে চরম বিপাকে পড়েছেন।
মরু অঞ্চলের জনপ্রিয় ফল ত্বীন চাষে কালীগঞ্জের লিটন সাফল্য পাবার আশায় অনেক সখ করে বানিজ্যিক ভিত্তিতে চাষ করেছিলেন। খুব অল্প সময়ে এই ফল চাষ করে তিন লাভের মুখ দেখবেন বলে আশা করেছিলেন। ত্বীন ফল বিক্রির পাশাপাশি এই ফল গাছের চারা বিক্রি করেও ভাল আয় হবে এমনটি আশা ছিল। করোনা পরিস্থিতিতে স্বল্প সময়ে পুষ্টি ও ওষুধিগুণ সম্পন্ন এ ফলের চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন লিটন। ফল ও চারা বিক্রি করে তারা ৮ মাসে লোকসানের বোঝা নিতে হচ্ছে। তিনি বলেন রোপণের ৫ মাসের মাথায় ফল বিক্রি করতে শুরু করেন। তিনি ১ বিঘা জমিতে চাষ করেছেন যা এখন ত্বীন ফলের গাছ রয়েছে ৪ শতাধিক। ক্ষেতে চারা রোপনের সময় প্রতিটি চারা ক্রয় করেছিলেন ৩২০ টাকা করে। এক বিঘা জমিতে গত ৮ মাসে ৩ লাখ টাকার বেশি ব্যায় করলে মাত্র ৬০০ টাকার ফল বিক্রি করতে পেরেছেন। গত দেড় মাস আগে ত্বীন ফল ঢাকার কারনবাজারে পাঠিয়েছিল ব্যবসায়িদের নিকট। কিন্তু সেখানকার ব্যবসায়িরা ২ দিন রাখার পরে তারা ফেলে দিয়েছে। ক্ষেত মালিক লিটন প্রায় ৩ লাখ টাকা ব্যয় করে ৮ মাসের মধ্যে লাভের মুখ দেখতে পাননি। বর্তমানে ত্বীন ফলের কোন ক্রেতা নেই। প্রতিদিন ক্রেতা আসার কথা থাকলে ও এখন কোন ক্রেতারা হোদিস নাই। প্রতিদিন ক্ষেতে শ্রমিকরা কাজ করে থাকে আবার প্রয়োজনীয় সার, কীটনাশক ও সেচ দিতে হয়। তিনি অনেক সখ করে ১ বিঘা জমিতে ত্বীন ফল চাষ করেছিলেন, চাষের আগে চারা ক্রয়ের সময় বলেছিল এ ফল চাষ নাকি অনেক লাভের ফসল। কিন্তু এখন ত্বীন ফল নিয়ে হতাশ হয়ে পড়েছেন কালীগঞ্জ উপজেলার প্রতিটি চাষিরাই। সৌদি আরবসহ মরু অঞ্চলে পবিত্র ফল হিসেবে ত্বীনের ব্যাপক চাহিদা রয়েছে। মুসলিম অধ্যুষিত মরু অঞ্চলে এই ফল পবিত্র হিসেবে ব্যাপক জনপ্রিয়। এ ফল ওষুধ হিসেবেও ব্যবহার করেন মরু অঞ্চলের মানুষ। লিটন ধারনা করেছিল হয়তো এখানে এই ফলের চাষ ভালো হবে ও লাভবান হওয়া যাবে। কিন্তু অল্প দিনের মধ্যেই ত্বীন ফলের গাছ পুষ্ট হয়ে বড় হতে থাকে। ৫ মাসের মধ্যে সেই গাছে ত্বীন ফল আসে। দেখতে অনেকটা আমাদের দেশের ডুমুর ফল মনে হলেও গোলাপী রঙ ধারণ করা এক একটি ত্বীন ফল খেতে বেশ সুস্বাদু। বর্তমানে ফল বিক্রি ও চারা বিক্রি হচ্ছে না। পাশাপাশি বাগান থেকে ৫০০ থেকে ৭০০ টাকায় চারা বিক্রি হবে এমন টা ধারনা করেছিল। বাণিজ্যিক ভিত্তিতে ত্বীন ফলের চাষ করা হলে লাভবান হওয়া যাবে এমন টা আশা করেছিল। ফল বিক্রির পাশাপাশি চারা বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলে ত্বীন ফলের চাষ ছড়িয়ে দিতে এমনটাই আশা করেছিল।