আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে নাশকতা ঠেকাতে তৎপর আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
শনিবার সকালে ১৫ই আগস্টের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, জঙ্গিদের মূল লক্ষ্য আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসা। তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি আফগানিস্তানে গেছে। তারা কথিত হিজরত করতে সেখানে গিয়েছে। অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে যারা ধাপে ধাপে সংগঠিত হতে চেষ্টা করছিল সম্প্রতি তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।