কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদের চলমান খনন অংশে মাছ ধরতে গিয়ে জুবায়ের (১৫) নামে নিখোঁজ স্কুল ছাত্রের একদিন পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদের চলমান খনন কাজের অংশে। নিখোঁজ জুবায়ের চরনোয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী জুয়েল মিয়ার একমাত্র পুত্র সন্তান এবং শহীদ স্মরনী একটি প্রাইভেট স্কুলের নবম শ্রেনির ছাত্র।
জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী বিশেষ প্রক্রিয়ায় নদীতে দড়ি টেনে নিখোঁজ স্কুল ছাত্র জুবায়ের এর লাশ উদ্ধার করে। শুক্রবার সকালে চাচার সাথে নদীতে মাছ ধরতে গিয়ে জুবায়ের নিখোঁজ হয়।এলাকাবাসী, ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী অফিসের একটি ডুবুরী দল নিখোঁজ স্কুল ছাত্র জুবায়েরকে উদ্ধারের জন্য সারাদিন চেষ্টা করে ব্যর্থ হয়।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার আল আমিন জানান, আমরা ৪টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে উদ্ধার কাজে নামি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেছি। চলমান খনন কাজের কারণে নদীর তলদেশে প্রচুর কাঁদামাটি জমে। এতে আমাদের কাজ করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কাঁদামাটিতে তলিয়ে না গেলে হয়তো উদ্ধার করা সম্ভব হতো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি।