“মুজিববর্ষের আহ্বান, স্বেচ্ছায় রক্তদান” এই ম্লোগানকে সামনে নিয়ে শোকাবহ ১৫ই আগস্ট উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারের স্মরণে বাজিতপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড আনসার ও ভিডিপি দলনেতার উদ্দ্যোগে গত শুক্রবার ১৩ আগষ্ট স্বেচ্ছায় রক্তাদান কর্মসূচি পালন করা হয়। এ সময় অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্ট দ্বারা ফ্রি ব্লাড টেস্ট ও স্বেচ্ছায় রক্তদান কার্য্যক্রম পরিচালনা করা হয়। এই কর্মসূচি সম্পর্কে দলনেতা জুবায়ের আহমেদ বলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি মানবিক বাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মানবিকতার উজ্জ্বল প্রতিচ্ছবি। তার আত্মত্যাগ আমাদের মানবিক হতে শিক্ষা দেয়। তাই আমরা করোনা ভাইরাস মহামারিতে জাতির জনককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি রক্তদান কর্মসূচির মাধ্যমে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছ সেবী সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি দলনেতা জুবায়ের আহমেদ এর নেতৃত্বে ভিডিপি সদস্যরা বাজিতপুর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবামূলক কাজ ও আর্থ সামাজিক উন্নয়নে সকৃয়ভাবে কাজ করে যাচ্ছে।