পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের অন্যন্য অবদানের জন্য গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতাওে অবদান রাখায় বিশেষ পুরষ্কার দেয়া হয়েছে। মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম প্রমুখ।
জানা গেছে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এমন একটি স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে দায়িত্ব দেন দক্ষ পরিদর্শক জয়নাল আবেদীনের ওপর। জয়নাল আবেদীন মামলার দায়িত্ব পাবার ২০ ঘন্টার মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম ও এস.আই আলমাস আল রাজীর সার্বিক সহযোগিতায় মূল রহস্য উদঘাটন ও আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক মামলায় অত্যন্ত পারদর্শী ও দক্ষ হিসেবে সুনাম রয়েছে।