চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় গ্রেফতার নুরুল হুদা গত শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের হালদারকুল এলাকার মুল ইয়াবা ব্যবসায়ী মাহাবুর কাছ থেকে ১০০ পিচ ইয়াবা নিয়ে ফেরার পথে ধলই ইউনিয়নের মুছার দোকান সংলগ্ন এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত, মোজাম্মেল, আরফাত, আরিফ, আকিব, অনিক, আসিফ, সামিউল, মিসবাহ,সাজ্জাদ সন্দেহ করে আটক করলে পকেটে ১০০ পিচ ইয়াবা দেখতে পায়। সাথে সাথে তারা হাটহাজারী মডেল থানায় খবর দিলে মডেল থানার এস আই মুজাহিদ আসামীকে গ্রেফতার করে নিয়ে যায়। আসামি নুরুল হুদা ফটিকছড়ি ভুজপুর থানাধিন বারমাসিয়া ২ নং ওয়ার্ড এর হোসেন এর ছেলে।এব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত বলেন আসামি নুরুল হুদা প্রায় সময় ইয়াবা মাহাবুর কাছে যায়, তাই গত শুক্রবার দিবাগত রাতে বাইক নিয়ে পূর্বদিকে যেতে দেখে আমার সন্দেহ হয়, সাথে সাথে আমি ছোট ভাই আরিফকে ফোন দি তথ্য নেওয়ার জন্য সে মাহাবুর কাছে গেছে কিনা।
আরিফ তার গতিবিধি পর্যবেক্ষণ করে কনফার্ম করে সে হালদারকুল ইয়াবা ব্যবসায়ী মাহাবুর কাছে যায়।
সে ফিরে আসার সময় আমি স্থানীয় ছাত্রলীগের ছেলেদের নিয়ে তার পথ গতিরোধ করে তাকে আটক করলে তার পকেটে ১০০ পিচ ইয়াবা পাই। সে স্বীকার করেছে ১০০ পিচ ইয়াবা সে মাহাবুর থেকে নিয়েছে।
পরে আমরা হাটহাজারী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে নুরুল হুদাকে আটক করে নিয়ে যায়।
কেশব কুমার বড়ুয়া