খালে একটি ক্রস বাঁধের জন্য গ্রায় দুই শ কৃষিজীবি পরিবারকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বাঁধটির কারণে এবার চারশ কানি ফসলী জমিতে আমন চাষ হবে কিনা এ নিয়ে শংকার মধ্যে রয়েছে স্হানীয় কৃষকেরা। ঘটনাটি হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নের কাজির বিলে। বাঁধটি আপসারনের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করেছে।
আবেদনের বিবরনে জানা যায়, ধলই দরগা সড়কের দুবলা ছড়ার উপর দীর্ঘদিন পূর্বে নির্মিত একটি কালবার্ড ঝুঁকি পূর্ণ হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। ঝুঁকিপূর্ন কালবার্ডটি দীর্ঘ আট মাস পূর্বে নির্মাণ কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য ঠিকাদার নিয়োগ করা হয়। কথিত ঠিকাদার নতুন করে ঝুঁকিপূর্ণ কালবার্ডটি নির্মাণের জন্য জনচলাচলের স্বার্থে দুবলা ছড়ার উপর একটি ক্রস বাঁধ নির্মান করেন। দীর্ঘদিনে ও কালবার্ডটি নির্মাণ কাজ শেষ করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। কালবার্ড নির্মাণ কাজ শেষ না হওয়ায় জনচলাচলের সুবিধার্থে ছড়ার উপর নির্মিত ক্রস বাঁধ আপসারন করা হয়নি। ফলে সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষনে স্হানীয় কাজির বিলে জলযট স্হায়ী আকার ধারন করেছে। ফলে এই বিলের দুই শ কৃষকের প্রায় চারশ কানি ফসলী জমিতে আমন চাষাবাদ নিয়ে শংকার মধ্যে রয়েছে স্হানীয় কৃষকেরা। নির্বাহী কর্মকর্তার বরাবরে এলাকাবাসী প্রদত্ত আবেদনে আভিলম্ভে ছড়ার উপর কালবার্ড নির্মাণের জন্য ক্রস বাঁধ অপসারণ করে কাজির বিলে চাষাবাদের সুযোগ নিশ্চিত করার বিনীত অনুরোধ জানানো হয়েছে।