চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্টো:-ছ-৭১-৩৬৭৭)এ তল্লাশী চালিয়ে ১২হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার ছনগাছা গ্রামের ইমান আলীর ছেলে সাগর(২৫) ও ঢাকা আশুলিয়া মধুপুর গ্রামের জমশের মিয়ার ছেলে মোরছালিম(২০)।এ পুলিশ ইয়াবা বহনকারী এ্যাম্বুলেন্সটি জব্দ করেন। পরে আটক ব্যক্তিদেরকে মাদক মামলা কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।