কোভিড-১৯ মোকাবেলায় ভৈরবে ব্যবসায়ী- শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি- এফবিসিসিআই এর পক্ষ থেকে প্রায় ৫০টি সংগঠনকে স্বাস্থ্য সুরক্ষার ২৫ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।
ভৈরব চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে এফবিসিসিআই- অর্থায়নে ২৫ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, এ সময় অন্যান্যের মাঝে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ( টিএইচও) মোঃ খোরশিদ আলম, ,ভৈরব থানার কর্মকর্তা ইনর্চাজ ( ওসি) মোঃ শাহিন ,প্রয়াত রাষ্টপ্রতির এপি,এস, সাখাওয়াত হোসেন মোল্লা প্রমূখ।
এ সময় চেম্বার অব কমার্স এর পরিচালক সহ সাংবাদিক ও রাজনীতিক নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন এ সময়ের মধ্যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। ব্যবসায়ীরা আজ মানুষের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও দাঁড়াবেন। সবাইকে করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও পাশাপাশি ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
পরে অতিথিরা কুলিয়ারচর ও ভৈরব উপজেলা প্রশাসন বিভিন্ন মালিক ব্যবসায়ী সমিতি মসজিদ, চিকিৎসক সাংবাদিক ও রাজনীতি নেতাদের হাতে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।