চট্টগ্রাম-১৪ সাংসদীয় আসন চন্দনাইশের বিভিন্ন ইউনিয়নে গতকাল ১৩ আগস্ট শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার আবছার ্উদ্দিনের সুযোগ্য সন্তান ব্যারিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফের সার্বিক সহযোগিতায় অসহায় হতদারিদ্র প্রায় ১০হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দোহাজারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে এলাকার তৃণমূল কর্মীদের উপহার সামগ্রী বিতরণ ,দোয়া মাহফিল ও আলোচনা সভা আবহানী ক্লাব প্রাঙ্গণে আবদুল শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভার্চুয়্যালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসন সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোছলেম উদ্দিন ও উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পদক মফিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার আবছার উদ্দিনের সুযোগ সন্তান ব্যারিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এড,নজরুল ইসলাম সেন্টু,দোহাজারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো :বশির উদ্দিন মুরাদ প্রমুখ।পরে চন্দনাইশ সাংসদীয় আসন এলাকার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।