রাষ্ট্রপ্রধান হয়েও একেবারে সাদামাটা মধ্যবিত্ত জীবনযাপন করতেন বঙ্গবন্ধু। প্রাপ্য সরকারি সুবিধার সবটুকুও নিতেন না বঙ্গবন্ধু।
স্বয়ংসম্পূর্ণ ও শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। কখনও নিজের বা পরিবারের আরাম আয়েশের কথা চিন্তা করেননি জাতির পিতা। অথচ নির্লোভ এই মানুষটিকে হত্যা করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল খুনি ষড়যন্ত্রকারীরা। কেমন কেটেছিল বঙ্গবন্ধুর শেষের দিনগুলি।
সকাল ৯টার আগেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে গণভবনের অফিসে আসতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার বাদে সপ্তাহের অন্যান্য দিন রাত ৯টা পর্যন্ত অফিসে থাকতেন। সোমবার রাতে বিটিভিতে বাংলা ছায়াছবি দেখানো হত। যেন গণভবনের কর্মকর্তা কর্মচারীরা ছবি দেখার সুযোগ পান তাই প্রতি সোমবার রাত আটটার আগেই বাসায় চলে যেতেন।
রাষ্ট্রপ্রধান হলেও তার গাড়ির বড় বহর ছিলনা। জ্বালানী তেলের সাশ্রয়ের জন্য বিমানের ট্রান্সপোর্ট পুল থেকে নিয়েছিলেন একটি ছোট গাড়ী।