সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে গৃহবধূ শাহীদা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও নিহত শাহীদার স্বজনরা।
গতকাল ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সামনে শত শত নারী পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বারদী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, নিহত শাহীদার স্বামী জাহাঙ্গীর আলম, ছেলে জাহিদ হোসেন ও একমাত্র মেয়ে শারমিন বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শাহীদার ছেলে ও মেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং অভিযোগ করে বলেন, আজ ৮ দিন হলো কুক্ষাত হাবিবুর রহমান হাবি ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের মাকে বিনা অপরাধে নির্মমভাবে হত্যা করেছে। এত দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ আমার মায়ের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। এ সময় তারা হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেন।
গত ৪ আগস্ট বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ হাবিবুর রহমান হাবি ও তার সন্ত্রাসী বাহিনী উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী শাহীদার বুকে টেঁটাবিদ্ধ করে গুরুতর আহত করলে দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনার দুই দিন পর দুইজন আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে রিমান্ডের আওতায় আনা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।