বৃহস্পতিবার (১২/৮/২০২১) দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাধুর গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার শুভ উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আবদুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হক,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হুদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা প্রমুখ।
পরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন করোনা ভাইরাস পরবর্তী সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিরলসভাবে কাজ করতে হবে। এছাড়াও চলমান বিধি মেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যাবতীয় কার্যকলাপের প্রতি সচেতন ও বাস্তবায়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ।