চলতি মাসেই প্রায় এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা আসবে বলে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আর টিকার জন্য নিবন্ধনকারীদের ধৈর্য ধরার আহবান জানান তিনি। এক কোটির মতো মানুষ অপেক্ষায় আছেন এবং এখন পর্যন্ত পৌনে দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
ডেঙ্গু ও করোনা নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এদিকে, ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে স্থানীয় সরকার বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশীদ আলম।