কিশোরগঞ্জের হোসেনপুরে বয়স্ক ও বিধবা ভাতার কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়েবা পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.এহছানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. আবদুল মান্নান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, মো. কাজল মিয়া ও আসাদুল ইসলাম প্রমুখ।
২০২১-২০২২ অর্থ বছরের বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কার্যক্রমের আওতায় ভাতা পেতে আগ্রহী ব্যক্তিদের ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে সভায় অনুরোধ জানানো হয়।