জয়পুরহাটের ক্ষেতলাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমদাদুল (২৮) নামে এক গৃহ নির্মান শ্রমিক নিহত। ইমদাদুল হক কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বুধবার ৪টায় কৃষœনগর ফকির পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইমদাদুল হক একজন গৃহ নির্মান শ্রমিক। তিনি নির্মান কাজ করতে ক্ষেতলাল উপজেলার কৃষœনগর ফকির পাড়া গ্রামে রাজ মিস্ত্রি মজবুলের বাড়িতে ডালাই কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎতের তারে জড়িয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) নিরেন্দ্র নাথ মন্ডল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।