বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সংগঠন প্রতিরোধ যোদ্ধা কমান্ড জননেত্রী শেখ হাসিনার আহবানে ঢাকা হতে আলোচনাসভা শেষে ফেরার পথে ১৯৯৬ সালের ১২ আগস্ট ভালুকা নামক স্থানের অদূরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রতিরোধ যোদ্ধা জসিম উদ্দিন, গৌরাঙ্গ পাল, বৈদ্যনাথ কর, বাহাদুর শাহ, শংকর সাহা ও ড্রাইভার তোফাজ্জল হোসেনসহ ৬জন এক সাথে মৃত্যু বরন করেন। শোকাহত এই দিনটিতে বৃহস্পতিবার ১২ আগস্ট সকালে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় কালো ব্যাচ ধারন, ১০টায় নিহতদের প্রতিকৃতিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দোয়া কামনা ও পুস্পমাল্য অর্পন। সকাল ১১টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিরোধযোদ্ধা কমান্ড নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিরোধযোদ্ধা কমান্ড নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি, চপলা সাংমা ও আজগর আলী সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
প্রতিরোধ যোদ্ধা কমান্ড নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক বলেন, ১৯৯৬ সালের ১২ আগস্ট বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার আহবানে ঢাকার বায়তুল মোকারমের পাশে প্রতিরোধ যোদ্ধোদের দাবী দাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন, এমপি দীপঙ্কর তালুকদার, প্রতিরোধ কমান্ডের সভাপতি সেলিম তালুকদার, সাধারন সম্পাদক জগলুল, গেরিলা কমান্ডার কবিরুল ইসলাম বেগ এবং বিভিন্ন জায়গা হতে আসা নের্তৃবৃন্দ। সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত যে মিটিং হয় আলাপ আলোচনা সাপেক্ষে সেখানে আমাদের সকল দাবী গুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেন। তখন নেত্রী বলেন, তোমাদের যে দাবী দাওয়া আসছে আমি তোমাদের সকল দাবী দাওয়া মেনে নিলাম। দাবী ছিল, প্রতিরোধ যোদ্ধাগন যারা যুদ্ধ ক্ষেত্রে শহীদ হয়েছেন তাদের জন্য জাতীয় ভাবে শোক বার্তা আনা এবং যারা বেঁচে আছে তাদের জাতীয় ভাবে স্বীকৃতি দেওযা সহ অন্যান্য সুযোগ সুবিধাসহ দাবী মেনে নেওয়া হয়। এই মিটিং শেষে ফেরার পথে ভালুকার অদূরে সড়ক পথে দূর্ঘটনায় যে ৫জন প্রতিরোধ যোদ্ধা শহীদ হয়েছেন তারা মরে যাওয়ার আগেই তো জেনে গিয়েছিল যে তাদের সকল দাবী দাওয়া পূরন হয়েছে। কিন্তু আজ চরম সত্য যে, আমরা যারা বেঁেচ আছি বঙ্গবন্ধু হত্যা কান্ডের ৪৫ বছর পার হয়েছে জীবনের শেষ প্রান্তে এসে দেখছি যে আমাদের জাতীয় স্বীকৃতি এখনও আসেনি। নেত্রীর নিকট আবেদন বিষয়টি আবারও ভেবে দেখবার!