নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে খলিল চেয়ারম্যানের বাড়িতে বেলায়েত হোসেন নামের একটি নিরিহ পরিবারকে জিম্মি করে বসত বাড়ির গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় কাদরা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ ও আওয়ামী লীগ নেত্রী হাফিজা হেলাল বেবী সহ ৩৬ জনের বিরুদ্ধে।
গতকাল এক সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান ,বুধবার (৪ আগষ্ট) পূর্ব চাঁদপুর গ্রামের খলিল চেয়ারম্যানের বাড়ির কথিত আওয়ামী লীগ নেত্রী হাফিজা হেলাল বেবী একই বাড়ির বেলায়েত হোসেনের জিায়গা জমিন নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার হাফিজা হেলাল বেবী অতর্কিতে স্থানীয় কাদরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান পলাশে সহযোগীতা তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দিয়ে তাদের বসতঘরের সামনে সৃজন করা বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক ফলজ,বনজ গাছ কেটে পেলেন এবং তাদের রান্না ঘর ভাংচুর করে দুই ঘরের মাঝ খাণ দিয়ে চলাচলের পথ বাড়ির করার চেষ্টা চালায়। এ সময় বেলায়েত হোসেনের পরিবার সন্ত্রাসীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে হাফিজা হেলালে ভাড়া করা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে। পরে তারা মোবাইল ফোনে এলাকাবাসীর সহযোগীতা চাইলে এলাকাবাসী স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে সন্ত্রাসী দ্বারা আক্রান্তের খবর প্রচার করলে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ সহ সন্ত্রাসীরা কথিত আওয়ামী লীগ নেত্রী হাফিজা হেলালের বসতঘরে আশ্রয় নেয়। এ সময় এলাকাবাসী চেয়ারম্যান সহ ওই সন্ত্রাসীদের প্রায় তিনঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে।
এঘটনায় বেলায়েত হোসেন স্ত্রী দেলোয়ারা বেগম বাদি হয়ে চেয়ারম্যান কামরুজ্জামান পলাশকে ১ নং ও হাফিজা হেলাল বেবীকে ২নং আাসামী করে ৬জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ২০/৩০ জনের বিরুদ্ধে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে যোগাযোগ করলে কাদরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান পলাশ অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে জানান, তিনি ওই বাড়িতে সমস্যা হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পুলিশের সহযোগীতায় আটকা পড়াদের উদ্ধার করেন।