রাজধানীর দুই মহানগরে বিএনপি'র যে আহ্বায়ক কমিটি হয়েছে তাতে ব্যক্তি বলয় ও কমিটি বাণিজ্যের পথ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন কমিটির নেতারা।
বিএনপি নেতারা বলছেন, এর মধ্যদিয়ে দলে যে শুদ্ধাচার শুরু হয়েছে তার ধারবাহিকতা থানা-ওয়ার্ডসহ মহানগরের পূর্ণাঙ্গ কমিটিতেও থাকবে। তবে, কমিটিতে নাম না থাকাকে অপ্রত্যাশিত বলছেন পদ না পাওয়া অনেক নেতা। তাদের দাবি, বলয়ের রাজনীতির কারণেই বহু যোগ্য নেতার ঠাঁই হয়নি আহ্বায়ক কমিটিতে।
মেয়াদ শেষ হওয়ার দুই বছরেরও বেশি সময় পরে চলতি মাসের শুরুতে ঢাকার দুই মহানগর কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। বহুদিন পর দলের সবচেয়ে শক্তিশালী এই দুই ইউনিট সবধরনের প্রভাবমুক্ত স্বচ্ছ কমিটি পেয়েছে বলে দাবি নেতাদের।