হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির ধর্মীয় সম্পাদক, বিদর্শন সাধক ভদন্ত উপতিষ্য মহাম্হাবিরের স্মরন সভা ও প্রয়াত এই বৌদ্ধ ধর্ম গুরুর পারলৌকিক নির্বান শান্তি কামনা, করোনা মহামারীর থেকে রক্ষার জন্য বিশেষ প্রার্থনা, অষ্ঠপরিস্কারসহ মহাসংঘদানানুষ্ঠান গত মঙ্গলবার তাঁরই আমৃত্যু সাধনাপীঠ উপজেলার গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারে অনুষ্ঠিত হয়। বিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিহার মিলনায়তনে আয়োজিত বহুমাত্রিক এই সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী ভিক্ষু সমিতির সভাপতি কর্মবীর, ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের বিএ (সম্মান) এম এ (ফাষ্ট ক্লাস)। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী অঞ্চলের সংঘনায়ক প্রবীন বৌদ্ধ ধর্ম গুরু ভদন্ত শীলরক্ষিত মহাথেরো। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সদ্য প্রাক্তান মহাসচিব এস লোকজিৎ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ডঃ দেবপ্রিয় মহাথেরো। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। নালন্দা বিহারে অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ আর্য্যলোক ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত বুদ্ধ প্রিয় মহাথেরো ডঃ বুদ্ধপাল মহাথের ,ধর্মবোধি ভিক্ষু। সভায় বক্তারা বর্তমান সময়ে উপতিষ্য মহাথেরোর প্রয়ান সমাজের জন্য অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে বলে উল্লেখ করেন। মানুষকে পরিশুদ্ধ করার ব্যাপারে এই বৌদ্ধ ধর্মগুরুর অবাদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তার কর্মের মাধ্যমে জাঁতি ধর্ম সকলের কাছে স্মরনীয় হয়ে থাকবে। সভায় মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বুদ্ধ পূজা সহ বিশেষ প্রার্থনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।