চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে গত মঙ্গলবার শিক্ষক বাহারুল আলমের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রী,স্ব-রাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিহতের বাড়িতে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবারের সদস্যরা। গত ৪ আগস্ট বুধবার চাগাচর ২নং ওয়ার্ডে সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান বাড়িতে গ জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন দোহাজারী জামিজুরী আ.রহমান উচ্চবিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক বাহারুল আলম। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের ছোট ভাই আখতারুল আলম বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলার আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলনে আবেগ প্লুত কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন মামলার বাদি আকতারুল আলম, নিহতের স্ত্রী কামরুন্নাহার,কন্যা যথাক্রমে তসলিমা বেগম সাজনিন, উম্মেহানি তানিন,উম্মে হাবিবা আইরিন,উম্মে সালমা নওশিন ও ভাতিজা কাউছার আলম,নুরুল আলম,মো. ফয়সাল,রহিম উদ্দিন প্রমুখ। এ ছাড়াও হত্যা মামলা তুলে নেয়ার জন্য পলাতক অন্যান্য আসামিরা বিভিন্ন মাধ্যমে বাদিসহ পরিবারের অন্যান্যদেরকে হুমকি প্রদান করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন ধরেন।