বন বিভাগের উচ্ছেদ আতঙ্কে রয়েছে শেরপুরের পাহাড়ি জনপদের বসবাসকারী দুই হাজার পরিবার। বংশপরম্পরায় বসবাস করেও বন বিভাগের তালিকায় তারা এখন ‘জবর দখলকারী’। তাদের নিজেদের আবাদি জমি সিএস ও আরওআর রেকর্ডে থাকলেও বিআরএস রেকর্ডে নেই বসতবাড়িসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান। ফলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ ওইসব পরিবারের লোকজন চরম হতাশায় দিনাতিপাত করছে। তারা ওই সমস্যা সমাধানে প্রয়োজনে বসতভিটা ও প্রতিষ্ঠানের ভূমি চিরস্থায়ী বন্দোবস্ত দানের দাবি জানিয়েছেন।
জানা যায়, শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী- এ তিন উপজেলায় প্রায় ২০ হাজার একর বনভূমি রয়েছে। বন বিভাগের হিসেবমতে, ওই তিন উপজেলায় প্রায় আড়াই হাজার একর জমি বেদখলে রয়েছে। সম্প্রতি বন বিভাগ দুই হাজার দখলদারের তালিকা তৈরি করে উচ্ছেদের সুপারিশ করেছে-যারা দীর্ঘদিন ধরেই বা বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাস করছে। এরমধ্যে ৬শ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামও রয়েছে। এরমধ্যে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রিস্টানপাড়ারই রয়েছে ৪৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার।
বালিজুড়ির খ্রিস্টানপাড়ার বৃদ্ধা সেলেনা রেমার বলেন, ‘আগেতোনেতো আমরা এনোই আছে। আমার বাপ-মা, দাদা-দাদি সবাই এনো আছিলো। খেদাই দিলে এহন আমরা কই যামু ?’ তাঁর মতো একইভাবে উচ্ছেদ আতঙ্কে রয়েছে ওই পাড়ার অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো। স্থানীয় কৃষিজীবী ব্রত্তিন কুমার ম্রং (৬২) বলেন, ‘আমরা এখানে বংশপরম্পরায় বসবাস করে আসছি। ঐতিহ্যগতভাবে এটা আমাদের জমি। আমাদের আবাদি জমিগুলো সিএস/আরওআর রেকর্ডভুক্ত। কিন্তু বসতভিটা রেকর্ডভুক্ত হয় নাই। যে কারণে এহন বন বিভাগ থেকে বলা হচ্ছে আমরা জবরদখলকারী। এটা আমাদের জন্য অসম্মানের।’ গৃহবধূ সবানী সিমসাং (৫৬) বলেন, ‘এইটা আমাদের বাপ-দাদা চৌদ্দগোষ্ঠীর ভিটা, তারা এহানেই বসবাস করে মারা গেছে, আমরা এহানেই জন্মেছি, এহানের স্থায়ী বাসিন্দা। আমাদের খেদাই দিতে চাইলেই চলে যাবো ? কোথায় যাবো ? আমরা আমাদের ভিটামাটি ছেড়ে কোথাও যাবো না। আমাদের এই জমি আমাদের নামে রেকর্ড করে দেওয়া হোক।’ লিন্ডাসন মৃ (৭২) বলেন, ‘তাঁর বসতভিটা দুই একর জমিতে। আবাদি জমি রয়েছে চার একর। যুগ যুগ ধরে বংশপরম্পরায় তাঁরা বালিজুড়ী খ্রিস্টানপাড়ার বনাঞ্চলে বসবাস করে আসছেন। তাঁদের আবাদি জমিগুলো রেকর্ডভুক্ত। কিন্তু নিয়মিত বসতভিটা রেকর্ড হয় নাই। তবে তারা ইউনিয়ন পরিষদে নিয়মিত হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছেন।’ কিষানি ভারতী মৃ (৬৫) জানান, তাঁর আড়াই একর জমিতে বসতভিটা এবং তিন একর রয়েছে আবাদি জমি। তিনি বলেন, ‘বন বিভাগ বললেই তো আর আমরা আমাদের বাপ-দাদার ভিটা-জমি ছেড়ে যাবো না। এই জমি আমাদের। আমরা আমাদের ভূমির ওপর ঐতিহ্যগত উত্তরাধিকারের মালিকানা চাই।
শুধু বসতভিটা না, ১১১ বছরের প্রাচীন বালিজুড়ী খ্রিস্টানপাড়া গির্জাঘরসহ দুটি উপাসনালয়ও ওই উচ্ছেদের তালিকায় রয়েছে। বালিজুড়ি খ্রিস্টানপাড়া গির্জাঘর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিহার মাস্টার (৬২) বলেন, যুগ যুগ ধরে আমরা এখানে বসবাস ও উপাসনা করে আসছি। আমাদের উপাসনালয় ও ভিটাবাড়িগুলো চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হোক।
ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম ম্রং (৫২) বলেন, পাহাড়ি জনপদের তিন উপজেলার বনাঞ্চলে যুগ যুগ ধরে বংশপরম্পরায় বসবাস করে আসা প্রায় ৬ শতাধিক আদিবাসী পরিবার এখন উচ্ছেদ আতঙ্কে রয়েছে। এজন্য তিনি পাহাড়ি জনপদে ওইসব মানুষের জীবনমান ও ঐতিহ্য রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রানতোষ রায় বলেন, মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা মোতাবেক দীর্ঘদিন ধরে জবর দখলে রাখা বনের জমি উদ্ধার ও জবর দখলকারীদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা নিতেই জেলা প্রশাসনে দাখিল করা হয়েছে। এ ক্ষেত্রে কে আদিবাসী আর কে বাঙালী- সেই প্রভেদ টানা হয়নি। তবে আপাতত চাষাবাদে নেওয়া বনের জমি উদ্ধার ব্যতীত বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদের কোন পরিকল্পনা নেই।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, বন আইনের ২০ ধারার গেজেট অনুসারে সংরক্ষিত বনের ভূমি নিশ্চিত করার জন্য অবৈধ দখলদারদের তালিকা জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে ওই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাই পাহাড়ি জনপদের আদিবাসীদের এখনই আতঙ্কিত ও চিন্তিত হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী ভূমিহীন কিংবা ঘরহীন থাকে, তাদেরও মুজিববর্ষের অঙ্গীকার অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হবে।