কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের দিলালপুর বাজারের মুদি ব্যবসায়ী আবু সালেকের মুদির দোকান থেকে উপরের টিন কেটে ক্যাশ থেকে নগদ ৯৫ হাজার টাকা, ব্যানসন সিগারেট ২ কার্টুন, রয়েল সিগারেট ২ কার্টুন, স্টার সিগারেট ৩ কার্টুন, ২৫ কার্টুন পাইলট সিগারেট নিয়ে গেছে চুরের দল। এই ঘটনাটি ঘটে কত রোববার দিবাগত রাত ২টার দিকে। দোকানের মালিক আবু সালেক জানান, সারাদিন দোকানদারী করার পর রাতে কে বা কাহারা তাঁর দোকানে চুরি করেছে তা তিনি জানেন না। তিনি আরও বলেন, এই বিষয়ে বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করবেন বলে উল্লেখ করেন।