জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী মৃত্যু হয়েছে। নিহত সাইকেল চালক উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রাাম হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হাফিজুল রহমান (ধলুরী) (৫০)।
ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার ৯ আগষ্ট বেলা ১১টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রাম খুশির মোড় নামক স্থানে এসে পৌছে সাইকেল আরোহী হাফিজুল রহমান। নিহত সাইকেল আরোহী আক্কেলপুর-ক্ষেতলাল রোডে উঠার সময় বিপরীদ দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাতনামা মোটরসাইকেল বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে আছড়ে পরে গুরুত্বর আহত হয় এবং মটর সাইকেল আরোহী পালিয়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা সাইকেলচালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম মৃত্যুর ঘটনার নিশ্চিত করেছেন।