জয়পুরহাটের ক্ষেতলালে তুচ্ছ ঘটনায় আনোয়ারা (৬৫) নামের এক বৃদ্ধাকে লাঁঠিদিয়ে বেধরক পিটিয়ে বুকের পাজর,হাত ও পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। এক যুবকের বিরুদ্ধে।
রবিবার বেলা ৫ টায় উপজেলার বিনাই পাঁচখুপী গ্রামে এ ঘটনা ঘটে। মিমাংসার প্রুতিশ্রুতি দিয়ে কালক্ষেপণস্থানীয়দের, ব্যর্থ হলে থানায় মামলা।
স্থানীয় সুত্রে জানাগেছে, বৃদ্ধা আনোয়ারা বেগম(৬৫) ও তার স্বামী চিলাহাটি ডোমার থেকে কয়েক বছর আগে উপজেলার বিনাই পাঁচখুপী গ্রামে সাতজন মেয়ে সন্তান নিয়ে বসবাস করছিলেন দিন মজুর সুরুজ্জামান।
ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলার বিনাই পাঁচখুপী গ্রামের বৃদ্ধা আনোয়ারা বেগম এর বাড়ীর জানালার পাশে দুর্গন্ধযুক্ত ময়লা আর্বজনা ফেলে দেয় প্রতিবেশী ইলিয়াস হোসেনের ছেলে নাসির (৩৫) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মুঞ্জু (৫৫)। ময়লা আর্বজনার দূর্গন্ধ সহ্য করতে না পেরে তাদের নিষেধ করতে যায় বৃদ্ধা আনোয়ারা। এমন সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধা আনোয়ারাকে একা পেয়ে মোস্তাফিজুর ও নাসির বাঁশের লাঠি ও খড়ির চলা দিয়ে এলো পাতাড়িভাবে মধ্যযুগীয় কায়দায় মেরে হাত পা ও বুকের পাজর ভেঙ্গে মারাত্মক ভাবে আহত করে। এমন সময় প্রতিবেশীরা এগিয়ে এলে নাসির ও মোস্তাফিজুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার আঘাত ও জখম গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা আনোয়ারা। এমন পৈচাশিক ঘটনায় এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাটি মিমাংসার জন্য গতকাল শনিবার গ্রাম্য শালিসে বসেন। শালিসে বৃদ্ধার ক্ষতিপূরণ বাবদ পয়শট্টি হাজার টাকা ধার্য্য করা হলে অভিযুক্ত নাসির ও মোস্তাফিজুর মেনে না নেওয়ায় আইনের আশ্রয় নেওয়ার পরার্মশ দেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন বলেন- ঘটনাটি জানার পর উভয়পক্ষকে ডেকে আপোষ নিষ্পতির প্রস্তাব দিলে নাসির ও মোস্তাফিজুর মেনে না নেওয়ায় নির্যাতিতা আনোয়ারা বেগমকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
শনিবার ৮ আগস্ট নির্যাতিতা আনোয়ারার জামাই রানা আকন্দ বাদী হয়ে চার জনকে আসামী করে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন,উপজেলার বিনাই পাঁচ খুপী গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে নাসির (৩৫), তার স্ত্রী মেরি বেগম (৩০) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মুঞ্জু (৫৫), এবং তার স্ত্রী নাসিমা বেগম(৪৫)।
অভিযুক্ত নাসির ও মোস্তাফিজুর তারা বলেন, আমার জমির আইলে আগাছা ও কচুরীপানা রাখলে আনোয়ারা বেগম অশালীন ভাষায় আমাদের গালিগালাজ করলে রাগের মাথায় দু'একটি কিল ঘুষি মেরেছি।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।