চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার উদ্যোগে পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন মসজিদের ইমাম-খতীব সহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওপেন হাউজ ডে তে গুজব, করোনা ভাইরাস, ডেঙ্গু, নিউমোনিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়ন সহ উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আফরোজুল হক টুটুল। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুজবের কারণে করোনা ভাইরাসের সময় এক শ্রেণীর লোকজন টিকা না নিতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সরকার সাধারণ জনগণকে এই মহামারী থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সাধারণ জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে, পাশাপাশি ডেঙ্গু, নিউমোনিয়াসহ জঙ্গিবাদ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম-খতিবদের জুমার নামাজে বক্তব্য রাখতে অনুরোধ জানিয়েছেন। কারো প্ররোচনায় না পড়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলেই টিকা নিয়ে সুস্থ থাকুতেও তিনি বলেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড কর্মকর্তা মুকিব হাসানের সঞ্চালনায় এতে
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবু রায়হান,, বীর মুক্তিযোদ্ধা ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শামীম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার,
হাটহাজারী চেয়ারম্যান সমিতির সভাপতি মনজুর হোসেন চৌধুরী মাসুদ। শুরুতে বক্তব্য রাখেন হাটহাজারী থানার ওসি রফিকুল আলম। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন,চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, আবু বক্কর সিদ্দিকী, আবদুল মজিদ, ওসি(তদন্ত) রাজিব শর্মা,তৌহিদুল করিম(অপারেশন) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।