চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুর থেকে জান্নাতুল ফেরদৌস (৩৬) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার পৌরসভার পূর্ব দেওয়ান নগর কবির চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে এ মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে পড়ে মহিলাটি মারা গেছে। তবে মহিলাটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। সে হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের মৃত দুলা মিয়ার মেয়ে।
অসহায় দরিদ্র হওয়ায় সে বিভিন্ন বাসায় কাজ করেন। তার একটি পুত্র সন্তান আছে বলে জানা যায়। কবির চেয়ারম্যানের বাড়িতে ভাড়া বাসায় এক বছর ধরে বসবাস করে আসছে বলেন পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা জানান।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, পুকুরে এক মহিলার মরদেহ ভাসতে দেখে থানার এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ধারণা করা হচ্ছে পুকুরে ঘাটলা থেকে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মার কাছে জানতে চাইলে মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন তার আত্মীয়স্বজন আসলে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।