কিশোরগঞ্জের নিকলী উপজেলার একমাত্র রাস্তা নিকলী টু সাজনপুর। এই ৩ কিলোমিটার রাস্তাটি ৩ বছর ধরে খানাখন্দ অবস্থায় পড়ে রয়েছে। ৩ বছর আগে ঢাকার একটি ঠিকাদার প্রতিষ্ঠান ৬ কোটি টাকা ব্যায়ে রাস্তার কাজ নির্মাণের জন্য কাজটি নেয়। কিন্তু ৬ কিলোমিটার রাস্তার মধ্যে ৩ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করে চলে যায়। বাকি ৩ কিলোমিটার কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন বাজিতপুর, নিকলী, কটিয়াদি, অষ্টগ্রামের হাজার হাজার লোকজন সিএনজি, অটো দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় দূর্ঘটনার শিকার হয়ে অনেকের প্রাণ গেছে। কিন্তু এই উন্নয়ন কাজ এখনোও পর্যন্ত শেষ না হওয়ায় নিকলী বাজিতপুরবাসীর যেন দুঃখের গল্পের মতো হয়ে গেল। প্রত্যক্ষ দর্শীদের মধ্যে সাইফুল ইসলামসহ অসংখ্য এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে নিকলী, চট্টগ্রাম বাস চলাচল করতে গিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হতে হচ্ছে তাদের। এছাড়া নিকলী টু বাজিতপুর রোগীরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সিএনজি, অটো, মাইক্রো দিয়ে আসতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে প্রসূতি মায়েরা বেশি দূর্ভোগ পোহায়। নিকলী এলজিডির প্রকৌশলৗ আঃ গণি এই প্রতিবেদককে জানান, রাস্তার উন্নয়ন কাজের নতুন ভাবে হয়তো কয়েক মাসের মধ্যে টেন্ডার হলে উন্নয়ন কাজ শুরু হলে দূর্ভোগ একে বারে কমে আসবে বলে উল্লেখ করেন।
বাজিতপুরে কোথাও লকডাউন নেই, প্রশাসনের উদাসীনতা
এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : সরকারি ভাবে লকডাউনে আর মাত্র ১ দিন বাকি রয়েছে। কিন্তু গত ২-৩ ধরে উপজেলা প্রশাসন যেন করোনা ভাইরাসের জনসচেতনার জন্য কোনো বালাই কর্তব্য নেই । যেন তাদের এখন উদাসীনতায় পরিণত হয়েছে। কিন্তু সারাদেশে সংক্রমণ বৃদ্ধি, মৃত্যুর হার বৃদ্ধি থাকা সত্ত্বেও প্রশাসনের লোকজন জনগণকে মাস্ক পড়ার জন্য দায়িত্ব না করে বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানা যেন তাদের একটি লক্ষ্য। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন সিএনজি, অটো চালক শ্রমিকরা জানান, এখন সরকার তাদেরকে ক্ষুধা নিবারণের জন্য কোনো খাদ্য সরবরাহ না দেওয়ার কারণে, বাধ্য হয়ে মাস্ক পড়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে স্ত্রী সন্তানকে বাচাঁনোর জন্য অর্থ উর্পাজন করতে হচ্ছে। সরকার যদি তাদেরকে অর্থ দিতেন তাহলে তারা রাস্তায় বের হতেন না বলে অনেকে মন্তব্য করেন।