চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমাম কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা উপজেলা প্রশাসন।
সোমবার এই অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ((ভূমি) আবু রায়হান।
ভ্রাম্যৃান আদালতের সুত্রে জানা যায়, উপজেলার কাচারি রোড, বাসস্ট্যান্ড, হাটহাজারী কাঁচা বাজার এলাকায় ১৩জনকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি লঙ্ঘন সহ চলমান বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত ১৩টি মামলায় ৬হাজার ৬ শতটাকা অর্থদন্ড করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে পরিচালনায় র্যাবের সদস্যবৃন্দ সহায়তা করেন।