সোমবার দুপুরে “কাউকে পিছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রচেষ্টায় নতুন সামাজিক অঙ্গীকারের আহবান”- এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।
আদিবাসী সংঘ পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি শ্রী নগেন চন্দ্র সিং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না। বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা উপেন মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু, পাঁচবিবি ডিগ্রি কলেজের প্রভাষক ও আদিবাসী নেতা সুদর্শন সরকার ও শ্রী স্বপন কুমার সিং প্রমুখ।