চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় প্রায় ৩০দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন একটি পরিবার। ১নং ওয়ার্ডস্থ জোয়ারা হিন্দু পাড়ায় প্রতিহিংসার বশীভূত হয়ে গত ১১জুলাই গভীর রাতে দেবাশীর্ষ চক্রবর্তীর বসত ঘরে আগুন লাগিয়ে পুড়ে দেয় প্রতিবেশী রাহুল চক্রবর্তী। মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সর্ম্পূন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও চন্দনাইশ ফয়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও কোন মালামাল উদ্ধার করতে পরেনি। এতে প্রায় ৫০লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। পরে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাজানি হলে স্থানীয় সালিশী বৈঠকে প্রতিবেশী রাহুল চক্রবর্তী স্বীকার উক্তিতে গত ৩১জুলাই সাড়ে তিন লাখ টাকা এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের কথা বলা হয়। কিন্তু বৈঠকের পরদিন হতেই অভিযুক্ত রাহুল চক্রবর্তী পলাতক রয়েছেন। ফলে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ দেবাশীর্ষ চক্রবর্তী পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন পার করছেন। গত ৮আগষ্ট দেবাশীষ অনন্য উপায় হয়ে সহায়তার জন্য উপজেলা ও জেলা পরিষদ বরাবরে আবেদন করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন,বিষযটি বিবেচনা করে দেখা হচ্ছে।