কক্সবাজার জেলায় তিন মেগা প্রকল্পের ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার তদন্ত নিয়ে বাদী-বিবাদী উভয়েই চ্যালেঞ্জের মুখোমুখি। আসামীপক্ষ বলছে অভিযোগ মিথ্যা বাদী বলছে মামলার অভিযোগ সত্য। বাদী শরিফ উদ্দিন দাবি করেন, মামলা থেকে খালাস পেতে আমলারা ষড়যন্ত্র করে তাঁকে পটুয়াখলী বদলি করেছে। পরে মামলার বাদী বদলি আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানী শেষে বদলি আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এখন ন্যায়-অন্যায়ের লড়াই চলছে দুপক্ষে।
উল্লেখ্য-এ মামলায় আসামি কক্সবাজার জেলার সাবেক ও বর্তমান দায়িত্বপালনকারী বিভিন্ন বিভাগের প্রশাসন ও পুলিশ ক্যাডারের ১৯ জনের নাম রয়েছে। অভিযুক্ত আমলারা হলেন-কক্সবাজার জেলার সাবেক প্রশাসক ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন, একই জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার, ওই জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. শামীম হোসাইন, কক্সবাজার জেলার সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাজাহান আলী, কক্সবাজার সদর থানার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম মাহফুজুর রহমান, একই জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও বর্তমানে পটুয়াখালী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, একই জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বর্তমানে এসএম সরোয়ার কামাল পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে রয়েছেন।
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার বলেন,প্রকল্পের জমি অধিগ্রহনে আমি নিজে অনিয়ম করিনি কাউকে দুর্নীতি করার সুযোগও দেইনি। টেন্ডারের মাধ্যমে প্রতিপক্ষকে লুটপাটের সুযোগ না দেওয়ায় মামলার বাদী দুদকের তদন্ত কর্মকর্তা মো.শরিফ উদ্দিনের দালাল খোরশেদ আলম তারা দুজন যোগসাজশে সরকারের উন্নয়ন প্রকল্পকে বির্তকিত করতে আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র। আশরাফুল জানান,কক্সবাজার জেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে দালাল খোরশেদকে কোন অপরাধে দুইবার জেল দিয়েছিলাম। প্রশাসনের এই কর্মকর্তা মামলার বাদীকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন,এই এজাহারে চার্জশীট দিলে মানহানির মামলা করে তাকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করানো হবে। এছাড়াও তিনি বলেন,শরিফের বদলি স্থগিতাদেশ ভুয়া। হাইকোর্টের রায় সে নিজে জাল করেছে।
তিনি জানান,এলও যেভাবে জমি অধিগ্রহনের আদেশ দিয়েছে আমরা সেই মতাবেক জমি গ্রহন করেছি। আবার প্রকার ভেদে জায়গার দাম কম-বেশি আছে। আইন বর্হিভুত কোন কাজ হয়নি বলে দাবি তার। তদন্ত কর্মকর্তাকে বদলির বিষয়ে উপসচিব আফসার বলেন, দুদকের কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করতে পারলে তার অভিযোগটি ঠিক ঠাক করে দেওয়ার আশ্বাস দেয় বলে দাবি করেন প্রশাসনিক এই কর্মকর্তা।
তিনি বলেন,শরিফ কক্সবাজার এলএ শাখার সাবেক অতিরিক্ত ভুমি অধিগ্রহন কর্মকর্তা বিজয় কুমার সিংককে গত ১৫ মার্চ গ্রেফতার করে। আসামীকে নির্যাতন করে তার নিকট থেকে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয় বল দাবি আসামীর। বিজয় সিংকয়ের দেয়া জবানবন্দীতে অভিযোগের সাথে সম্পৃক্তদের নাম জোরপূর্বক জবানবন্দী নেয়া হয়েছে বলে অভিযোগ আফসারের। তিনি বলেন, আমাদের অভিযোগের বিষয় দুদক প্রধান কার্যালয়ের সবাই অবহিত রয়েছে। এদিকে মামলার বাদী শরিফ উদ্দিন জানান,ভুমি অধিগ্রহনের নামে সরকারের ৮৬ কোটি টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছে। যার তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন,অভিযোগ থেকে পার পাওয়ার কোন সুযোগ নেই।
মামলার তালিকায় অন্যান্যরা হলেনÑ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এলএল শাখার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকতা ও বর্তমানে কুমিল্লা জেলার লালামাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, কক্সবাজার জেলার স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক শ্রাবন্তী রায়, একই জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বর্তমানে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, কক্সবাজার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে বিআরটিএ সহকারী কমিশনার ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও বর্তমানে লক্ষ্মীপুর রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন, ওই জেলার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নুর হোসেন, কক্সবাজার জেলার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ১৯জনকে তলব করে দুর্নীতি দমন কমিশন(দুদক)।১৫ থেকে ২২ নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এ স্বশরীরে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়। যার মামলা নং-৬/২০২০।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার তিন দশমিক ৫ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণ তদন্তে অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমান পেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। অর্থ আত্মসাৎ অভিযোগ তদন্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান চলমান আছে।
বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো.শাজাহান আলী দুর্নীতি মামলার বিষয়ে কিছুই জানেন না।
বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন অভিযোগের বিষয়ে এসএমএস করেন যা লিখেছে, আস সালামু আলাইকুম ভাই। বিষয়টি জানা নেই। যে বা যারা মামলার তথ্য আপনাকে দিয়েছে তিনি বা তারাতো ডকুমেন্টসহ দেয়ার কথা, সেগুলো পাঠালে তা দেখে প্রকৃত ঘটনা বলা যাবে।
দুদক সচিব ডঃ মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারকে কক্সবাজার তিন মেগা প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলার বিষয়ে এসএমএসের
মাধ্যমে জবাব চাওয়া হলে তিনি উত্তরে দুঃখ প্রকাশ করে বলেন,আমি এ বিষয়ে ফোনে কোন উত্তর দিতে পারবো না।