১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ৩৪ লাখ, চীন থেকে কিনে ১০ লাখ আর উপহারের ১০ লাখসহ মোট ৫৪ লাখ ডোজ আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে, সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে টিকা আরও আসছে, তখন চাহিদা অনুযায়ী টিকা দেয়া সম্ভব হবে। চীন থেকে ৬ কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে এখন শুধু অর্থ ছাড়ের অপেক্ষায় যা অক্টোবর নাগাদ পাওয়া শুরু হবে। আগামী ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ৩৪ লাখ, চীন থেকে কিনে ১০ লাখ আর উপহারের ১০ লাখসহ মোট ৫৪ লাখ ডোজ হাতে আসবে। তখন গণটিকায় আরও গতি আসবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ কভিড-১৯ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।
বর্তমানে নিবন্ধন করে টিকার অপেক্ষা আছে ১ কোটি ১০ লাখ মানুষ। সরকারের হাতে টিকা আছে ৭০ লাখের মতো, যা থেকে দ্বিতীয় ডোজের জন্য রাখতে হবে।
দেশে বর্তমানে কোভিশিল্ড, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা দেয়া হচ্ছে।