পটুয়াখালীর বাউফলে শারিরীক দূরত্ব বজায় রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ৭ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান। তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিব জাতির জনক হয়ে ওঠার পিছনে শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সকল কাজে সারা জীবন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা অনুপ্রেরণা দিয়েছেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন ও করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মার্জিয়া কানিজ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল কবির নিশাদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।